KAKON HAT HIGH SCHOOL

KAKON HAT , GODAGARI, RAJSHAHI, Bangladesh.

EIIN স্কুলঃ 126668

সভাপতির বাণী

         রাজশাহী শহর হতে ২০ কিলোমিটার, গোদাগাড়ী উপজেলা হতে ১৯ কিলোমিটার, তানোর উপজেলা হতে ২০ কিলোমিটার আর আমনুরা রেলস্টেশন হতে ১৭  কিলোমিটার দূরে এবং  কাকনহাট রেলওয়ে স্টেশনের  মাত্র ১০০ মিটার পূর্বে মনোরম পরিবেশে অবস্থিত কাকনহাট উচ্চ বিদ্যালয়। ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বিত প্রচেষ্টায় বিদ্যালয়টি জাতীয় মানের প্রতিষ্ঠানে পরিণত হবে এ আস্থায় আমরা আন্তরিক।

       সকলের জন্য শুভকামনা।।