“ বিসমিল্লাহির রহমানির রহীম”
সৃষ্টিকর্তা, সৃষ্টি ও শিক্ষা এ তিনের সমষ্টি হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ড। সৃষ্টির সেরা জীব "আশরাফুল মাখলুকাত" মানুষের আচরণের কাঙ্খিত পরিবর্তনই হচ্ছে শিক্ষার মূল লক্ষ্য। যুগের চাহিদা মত জনবল সরবরাহের মহান ব্রত নিয়ে মাধ্যমিক ভীতকে মজবুত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে "কাকনহাট উচ্চ বিদ্যালয়"। সংশ্লিষ্ট "সকলের জীবন বনান্তে বনফুলের মত বিকশিত হোক, বর্ষার জলোচ্ছ্বাসের মত পরিপূর্ণ হোক, শরতের শস্যের মতো সুন্দর আর সার্থক হোক"।